মাগুরা সদর উপজেলার ধলহরা চাঁদপুর গ্রাম থেকে রাসেল মোল্লা (৩৬) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দণ্ডপ্রাপ্ত হওয়ার ৮ বছর পর শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রাসেল চাঁদপুর গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে।
মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জানান, ২০০৫ সালে চোরাই মোটরসাকেলসহ পুলিশের হাতে আটক হয়ে কিছুদিন হাজত খাটে রাসেল মোল্লা। এ ঘটনায় ২০০৮ সালের ৯ জানুয়ারি তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি আদালতে আত্মসমর্পণ না করে আত্মগোপনে চলে যান। অবশেষে রায় ঘোষণার ৮ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর থানার এসআই তৌহিদুর রহমান সদর উপজেলার ধলহরা চাঁদপুর গ্রামের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে। রাসেলকে শনিবার আদালতে হাজির করা হবে।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৫/ এস আহমেদ