ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ও ঈশান গোপালপুর ইউনিয়নে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন চারজন। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোর ৪টার দিকে ১৫/২০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল চরমাধবদিয়া ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন ৩টি বাড়িতে ডাকাতি করতে যায়। এসময় ডাকাত দল ডাকাতির পাশাপাশি বাড়ির লোকজনকে মারপিট করতে থাকে। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালাতে থাকে। স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাতির ঘটনাটি প্রচার করলে শত শত লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। এসময় ধানক্ষেতে লুকিয়ে থাকা ২ জন এবং ইশান গোপালপুর থেকে আরও ২ জন গণপিটুনিতে মারা যায়। সকালে খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ চারটি উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৫/ এস আহমেদ / রশিদা