ফেনীতে ট্রেনের নিচে কাটা পড়ে পিসি বণিক নামের এক হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফেনী রেলওয়ে স্টেশন সংলগ্ন সহদেবপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেসবাহ উদ্দিন জানায়, সকালে ডা. পিসি বণিক রেললাইনের উপর ব্যয়াম করছিলেন। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস কাছাকাছি এলে রেললাইন সরে যাওয়ার সময় পাথরের সঙ্গে পা পিছলে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডা. পিসি বণিক (৬২) ফেনী শহরের দক্ষিণ সহদেবপুর এলাকার মজুমদার বাড়ির গোবিন্দ বণিকের ছেলে। তিনি ফেনী ট্রাংক রোডস্থ জননী মেডিকেল নামের একটি প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিতেন ৷
রেলওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৫/ রশিদা