ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক মহিলা মিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ শনিবার সকালে উপজেলার হাজিরবাজার নামক স্থানে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, নিহত ওই মহিলার নাম আম্বিয়া খাতুন [৩৫]। তিনি উপজেলা হাজিরবাজারে অবস্থিত একটি ফেব্রিক্স লিমিটেডের শ্রমিক ছিলেন। ডিউটি শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারারের সময় ময়মনসিংহগামী বেপরোয়া একটি ট্রাক মহিলাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। ভরাডোবা হাইওয়ে পুুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৫/শরীফ