নীলফামারীতে জামায়াতের ইউনিয়ন সেক্রেটারীসহ চার জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার দুপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কাজী মফিজুর রহমান (৫৫), একই উপজেলার খুটামারা ইউনিয়ন জামায়াত নেতা মোজাম্মেল হোসেন (৪৬), কিশোরগঞ্জ উপজেলা জামায়াত নেতা মনোয়ার হোসেন (৫৪) ও মুসা মডেল দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবু তাওয়াফ (৩৫)।
দুপুরে সাদা পোষাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনির সদস্যরা কৈমারী বাজার থেকে কাজী মফিজুর রহমান, টেঙ্গনমারী বাজার থেকে মোজাম্মেল হোসেন, কিশোরগঞ্জ উপজেলা শহরের নিজ দোকান থেকে মনোয়ার হোসেন ও কিশোরগঞ্জ কেশবা ফাজিল মাদ্রাসার জেডিসি পরীক্ষা কেন্দ্র চত্তর থেকে সুপার মাওঃ আবু তাওয়াফ কে গ্রেফতার করে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন