নোয়াখালী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সালেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানিকভাবে ছাত্রছাত্রীদেরকে নতুন স্কুল ড্রেস তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা সহকারী শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম মজুমদার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন শেখ, মার্চে ডাইজিয়ের ব্যাবস্থাপক দিলীপ ভট্টাচার্য ও সালেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির উদ্দিন।
অনুষ্ঠানে সালেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্য ১৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে নতুন পোষাক তুলে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন