চট্টগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে জেলার লোহাগাড়া ও চন্দনাইশে এ অভিযান দুটি পরিচালনা করে পুলিশ। ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, শুক্রবার রাতে উপজেলার চুনতী এলাকা অভিযান চালিয়ে দেড় হাজার ইয়াবাসহ সেনোয়ারা নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
চন্দনাইশ থানার ওসি আবুল কাশেম ভুইয়া বলেন, শুক্রবার রাতে উপজেলার গাছবাড়িয়া কলেজ এলাকায় অভিযান চালিয়ে পাঁচশ পিস ইয়াবাসহ হান্নান খান নামে এক যুবককে গ্রেফতার করা হয়।