দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস চাপায় মোঃ আব্দুল খালেক সরকার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃত আব্দুল খালেক সরকার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী সৈয়দপুর গ্রামের মৃত আবু হানিফ সরকারের পুত্র।
আজ শনিবার দুপুর ১টায় তাকে বীরগঞ্জের নিজগ্রামে দাফন করা হয়।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের প্রেমবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার এসআই মোঃ শফিউর রহমান জানান, বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী সৈয়দপুর গ্রামের মোঃ আব্দুল খালেক সরকার উপজেলা সদরের বাড়িতে অটোরিক্সা যোগে আসার পথে বিপরীতগামী একটি মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রো-চ-৫৪-১৪২১) অটোরিক্সাকে ধাক্কা দেয়। এ সময় তিনি মাইক্রোবাসের নিচে পড়ে যায়। এতে তিনি গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন