মেহেরপুর-কাথুলি সড়কের কালিগাংনী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল হক কারিগর নামের এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল হক কারিগর গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের বাসন্তিপাড়া এলাকার মুলাম কারিগরের ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ ৩জন আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন, গাংনী থানাপাড়া এলাকার নাসির উদ্দীনের ছেলে মোটরসাইকেল চালক নাইম হোসেন, আব্দুস সামাদের ছেলে ইমন হোসেন ও মালশাদহ গ্রামের আমিনুল ইসলামের ছেলে সজীব হোসেন। এরা সবাই গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
এদের মধ্যে মোটরসাইকেল চালক নাইম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মেহেরপুর-কাথুলি সড়কের কালিগাংনী এলাকায় রাস্তা পার হওয়ার সময় রেজাউল হক কারিগরকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে ইমন হোসেন ও সজীব হোসেনকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/এস আহমেদ