মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাখি পয়েন্ট এলাকায় শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগ্রামী দুটি যাত্রীবাহী বাস, একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/এস আহমেদ