গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় মালেকের বাজার এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় মা (২৫) ও মেয়ে (০৭) নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতেরতাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গীপাড়ার মালেকের বাজার এলাকায় মেয়েক সঙ্গে নিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা নিহত হন এবং মেয়েকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হক জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
এদিকে দুর্ঘটনায় মা-মেয়ে নিহতের পর উত্তেজিত জনতা গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৫/মাহবুব