খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার সকাল ১০টায় শিক্ষা প্রতিষ্ঠানটির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স.ম মাহবুব-উল-আলম। সভায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক খোরশেদ আলম, শিক্ষক ফুয়াদ হাসান, শিক্ষার্থী মাহাতি আহসান, ডলি রাণী ভৌমিক, জুবাইদা, মাসুর আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল হাসান মাহমুদ পিএসসি, সদর সেনা রিজিয়নের জিটুআই মেজর নাসির।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৫/ রশিদা