পটুয়াখালীর গলাচিপায় শাহিন প্যাদা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার সকাল ৯টার দিকে শাহিন তার নিজ ঘরের বারান্দার আড়ার সঙ্গে ছোটবোনের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
মৃত শাহিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফিডার রোডের চৌকিদার বাড়ির সেকান্দার আলী চৌকিদারের ছেলে। ওই সময় তার ঘরে পরিবারের আর কোনো সদস্য উপস্থিত ছিল না। বাইরে থেকে সকালের নাস্তা খেয়ে বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে শাহিন আত্মহত্যা করে বলে পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়।
খবর পেয়ে গলাচিপা থানার ওসি তদন্ত মু. রফিকুল ইসলাম, এসআই মু. বাবুল মিয়া ও পিএসআই মু. শাহরিয়ার গাফফার ঘটনাস্থল পরিদর্শন করে লাশ গলাচিপা থানায় নিয়ে আসেন।
আত্মহত্যার কারণ সম্পর্কে এসআই মু. বাবুল মিয়া বলেন, শাহিন একজন মানসিক রোগী ছিল। তার মানসিক রোগীর মেডিকেল সার্টিফিকেট আছে। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গলাচিপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। মামলা নং ২৯।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৫/ রশিদা