বর্তমান সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং ভিশন ২০২১ বিষয়ে আলোচনা করতে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কালকিনি উপজেলার সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউএনও’র কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও শাম্মী আক্তারের সভাপতিত্বে এবং মাদারীপুর জেলা তথ্য অফিসার দীপঙ্কর বরের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কালকিনি প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, কালকিনি বার্তার প্রকাশক ও সম্পাদক জি এম দেলোয়ার হোসেন, কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনসহ সাংবাদিকরা।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৫/ রশিদা