নীলফামারীর সৈয়দপুর-রংপুর সড়কের হাজীরহাট বটতলী এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শারমিন আক্তার রুমি (২২) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রী সৈয়দপুর শহরের ওয়াপদামোড় এলাকার আব্দুর রহিমের মেয়ে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সৈয়দপুর-রংপুর সড়কের হাজীরহাট বটতলী এলাকায় দ্রুতগামী যাত্রীবাহীবাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে বসে থাকা ওই ছাত্রী ছিটকে সড়কের উপর পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সৈয়দপুর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। বাসটি পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৫/ রশিদা