দেশকে ভালোবেসে দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়েছেন দ’র্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান মো. বদিউজ্জামান। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর ডায়াবেটিকস্ হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশবাসীর প্রতি এ আহবান জানান তিনি। তিনি আরো বলেন, ‘দুদক কার্যালয়ের নাম শুনলে মানুষ ভীত হন, সেখানে শখ করে কেউ যান না, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য এটি মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেখানে সবসময় গণমাধ্যম কর্মীরা উেপতে থাকেন। আর রাজনৈতিক নেতারা ব্যক্তিগত কাজে গেলেও পরদিন পত্রিকার শিরোনাম হন অমুক নেতাকে দুদকে তলব করেছেন।' এই কারণে দুদক কার্যালয় একটি স্পর্শকাতর বিষয় বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু। এসময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, ডায়াবেটিকস হাসপাতালের সভাপতি বাহা উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/শরীফ