৬ লাখ ভারতীয় জাল রুপিসহ বাবুল (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। আজ শনিবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঈদগাহ্ এলাকা থেকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
আটককৃত বাবুল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাত রশিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
ক্যাম্প কমান্ডার এএসপি অলোক বিশ্বাস জানান, দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাহ্ মোড় থেকে বাবুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬ লাখ ভারতীয় জাল রূপি উদ্ধার করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৫/ রশিদা