নাটোরের বড়াইগ্রামে পাঁচ জামায়াত-শিবির নেতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন থানা পুলিশ। নাশকতা সৃষ্টির পরিকল্পনার দায়ে কুমরুল থেকে গ্রেফতারের পর শনিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কুমর’ল গ্রামের আফতাবের ছেলে ও জোয়াড়ী ইউপি ছাত্র শিবির সভাপতি আ. হালিম (২৬), মৃত জব্বারের ছেলে ও জেলা জামায়াত সুরা সদস্য ইদ্রিস আলী (৫২), ময়েজ উদ্দিনের ছেলে ও উপজেলা জামায়াত নেতা রোকুন আলী (৩২), মাওলানা আবু সাইদের ছেলে ও জেলা জামায়াত নেতা আ. কাদের হুজুর (৪০) এবং তার সহোদর ভাই ইউপি জামায়াত নেতা আব্দুল মান্নান (৩০)। পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কর্মকর্তা এস আই দয়াল কুমার ব্যানার্জি জানান, বিভিন্ন গোপন সোর্সের মাধ্যমে সংবাদ নিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/শরীফ