ট্টগ্রামে বিপুল পরিমান ইয়াবাসহ মনির হোসেন নামে এক প্রাইভেট কার চালককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্রায় ৬ হাজার পিস ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আজ শনিবার ভোর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের চুনতি খানদিঘী এলাকায় এ অভিযান চালানো হয়।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পরে তাতে তল্লাশী চালিয়ে ৫ হাজার ৮শ’ ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহণের অভিযোগে কার চালক মনিরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন