ঝিনাইদহ সদর উপজেলার লক্ষীকোল গ্রামে গতকাল রাত দেড়টার দিকে আনোয়ার হোসেনের ঘরের দরজায় শিকল লাগিয়ে পরিবারের লোকজনকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুবৃর্ত্তরা।
পরিবারের লোকজনের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে রক্ষা করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
গ্রাম বাসী জানায়, শুক্রবার রাত দশটার দিকে খাওয়া দাওয়া শেষে করে প্রতিদিনের মত স্বামী আনোয়ার হোসেন স্ত্রী জাহানারা বেগম ও এক মেয়ে উপমাকে নিয়ে ঘুমিয়ে পড়ে।
এ সময় আনোয়ার হোসেনের বাড়ির দরজায় দুর্বৃত্তরা শিকল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় একটি বসত ঘর, একটি রান্নাঘর ও একটি গোয়াল ঘর পুড়ে যায়। তাদের আত্মচিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসে। পরে ঝিনাইদহ দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ার হোসেন ও তার স্ত্রী জাহানার বেগম জানান গত ২০ অক্টোবর সকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গ্রামের আনোয়ার হোসেন ও মিলনের সাথে বাগবিতান্ড হয়। এরই জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবি করেন।
ঝিনাইদহ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ঘটনার স্বীকার করে জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন