নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরে নর্থবেঙ্গল চিনিকলের কৃষ্ণা কৃষি ফার্মের সুপারভাইজারের স্ত্রী অর্চনা ঘোষালকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কৃষি ফার্মের সাত প্রহরীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফার্ম সুপারভাইজার ভবানী দাস ঘোষালের স্ত্রী নিঃসন্তান অচর্না ঘোষাল (৪৫) ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় প্রতিদিনের মত শুক্রবার বিকেলে সাড়ে চারটার দিকে বাসা থেকে ফার্ম এলাকায় হাঁটতে বের হন। কিন্তু সন্ধ্যার পর তিনি বাড়ি ফিরে না আসায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে কৃষি ফার্মের পাশের একটি জমি থেকে তার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এলাকাবাসী জানান, রাতে অর্চনা ঘোষালের লাশ উদ্ধারের সময় তার কপাল ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ দেখে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে।
তবে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণকারী নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দীন বলেছেন, এখনো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত কারন জানা যাবে। শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের কানের একটি সোনার দুল উদ্ধার করেছে।
এ ঘটনায় নিহতের স্বামী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের ভবানী দাস ঘোষাল বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই লেবু মিয়া। ভবানী দাস ঘোষালের আদিনিবাস গোপালগঞ্জে হলেও তার বাবা গুরুদাস ঘোষাল এক সময় পাশের একটি কৃষি ফার্মের প্রধান থাকার সুবাদে তারা বর্তমানে বাগাতিপাড়ায় বসবাস করেন।
শনিবার দুপুরে নাটোরের জেলা প্রশাসক মোঃ মশিউর রহমান ঘটনাস্থল নর্থবেঙ্গল চিনিকলের কৃষ্ণা কৃষি ফার্ম পরিদর্শণ করেছেন। দায়ীদের আটক এবং রহস্য উৎঘাটনের জন্য এলাকায় বিপুল সংখ্যক র্যাব কাজ করছে।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন