মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইটাখলা গ্রামে গলায় ওড়না জড়ানো বকতুন নেচ্ছা (৫০) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। সে কমলঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী ।
জানা যায়, আজ শনিবার সকালে সুপারি গাছের নিচে গলায় ওড়না জড়ানো বকতুন নেচ্ছার লাশ দেখে এলাকার লোকজন থানায় খবর দেন। পরে কুলাউড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক ওয়াসিম আল বারী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাটি রহস্যজনক বলে তার মন্তব্য। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/শরীফ