দিনাজপুরের ঘোড়াঘাটে মোঃ গাফ্ফার আলী (২৭) নামে এক মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা।
পরে ৬মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতে।
গাফ্ফার আলী উপজেলার করমজী গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র।
আজ শনিবার দুপুর ২টার দিকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রিট মোছাঃ রোকসানা বেগম ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।
গাফ্ফার আলীর মা মোছাঃ আনোয়ারা খাতুন জানান, ছেলে গাফ্ফার মাদকাসক্ত হয়ে পড়ায় প্রায়ই বাড়ির জিনিস পত্র ভেঙ্গে ফেলে। অনেক সময় পরিবারের লোকজনকে মারধর করে। তার অত্যাচারে সকলে অতিষ্ঠ। বাধ্য হয়ে তাকে শনিবার দুপুরে পুলিশের কাছে তুলে দিয়েছি।
ঘোড়াঘাট থানার ওসি মোঃ নুরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান. মাদকসেবী গাফ্ফার আলীকে পরিবারের লোকজন আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক তাকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন