অন্য আসামী ছাড়াতে থানায় এসে নাশকতা মামলায় গ্রেফতার হলেন বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর গোলাম মোস্তফা।
আজ শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানাগেছে, শুক্রবার রাতে সদর থানা পুলিশ শহরের ধরমপুর এলাকার বাবলু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। শনিবার বিএনপি সমর্থিত পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা সদর থানায় গিয়ে গ্রেফতারকৃত ওই ব্যক্তিকে ছাড়াতে তদবির করেন। একপর্যায়ে গোলাম মোস্তফাকে গ্রেফতার করে হাজতে ঢুকানো হয়। তাকে জানানো হয়- তিনি ট্রাকে অগ্নিসংযোগ ম্মালার এজাহার ভুক্ত আসামী। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
বগুড়া সদর থানার এস আই মোসাদ্দেক আলী জানান, চলতি বছরের শুরুতে বিএনপি জোটের হরতাল অবরোধ চলাকালে মাটিডালি এলাকায় আলু বোঝাই ট্রাকে আগুন দেয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তিনি ৯ নম্বর আসামী।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন