হঠাৎ করেই সরিয়ে দেয়া হলো ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারকে। তাকে অনুপস্থিতি দেখিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে দলটির জেলা শাখার দু’নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খানকে।
শনিবার দুপুরে নগরীর শিববাড়ি রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিকেল নাগাদ চলে এ সভা।
সভায় ৩ সংসদ সদস্য বাবেল গোলন্দাজকে গফরগাঁও, শরীফ আহমেদকে ফুলপুর ও আনোয়ারুল আবেদিন তুহিনকে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, শনিবারের অনুষ্ঠিত এ কার্যকরী কমিটির সভায় উপস্থিত ছিলেন না সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলমসহ দায়িত্বশীল অনেক নেতা। কিন্তু আকস্মিকভাবে দলীয় সাধারণ সম্পাদক মতিন সরকারের বদলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে ফারুক খানকে। এতে করে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দলের ভেতরে-বাইরে। এ ধরণের সিদ্ধান্ত দলকে দ্বিধা-বিভক্ত করার নতুন কুটকৌশল বলে মনে করছেন দলের অনেক নেতাই।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ টি উপজেলায় ২০ ডিসেম্বরের মধ্যে কমিটি গঠনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন