মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে পরিতোষ কৃত্তনিয়ার বাড়িতে অটোভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গ্রামবাসীর গণপিটুনিতে বাচ্চু মিয়া ওরফে চোরা বাচ্চ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উত্তর রমজানপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে বাচ্চু মিয়া ভ্যান চুড়ি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে ধরা পড়লে তাকে গণপিটুনি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/শরীফ