মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় গোপালগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
সকাল সোয়া ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়ে আনন্দ-উল্লাস করেন। এ ছাড়া অন্যান্য উপজেলা সদরেও অনুরূপ কর্মসূচি পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৫/মাহবুব