বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ ফিরোজ মৃধা (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। সে দক্ষিণসুতালড়ী গ্রামের খলিল মৃধার ছেলে। আজ রবিবার ভোর ৫টার দিকে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
থানার ওসি মো. রাশেদুল আলম জানান, তার নেতৃত্বে শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে বারইখালী ইউনিয়নে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় ফিরোজ মৃধা ৫ পুরিয়া গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়ে। ২০১৩ সালের একটি চুরি মামলায় ফিরোজকে ১৮ মাসের সাজা দেয় আদালত। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলেও পুলিশ জানায়।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/শরীফ