গাইবান্ধার সাদুল্যাপুরে ইসমত আরা ইসি (১৪) নামে এক প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইসমত আরা ওই গ্রামের ছামছুল ইসলাম ওরফে ইসলাম মিয়ার মেয়ে। উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর কাজীবাড়ি সন্তোলা (ব্যাপারীপাড়া) গ্রাম থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ইসমত সাদুল্যাপুর বালিকা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। আজ রবিবার থেকে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় ইসির মা মারুফা বেগম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। রবিবার সকালের মধ্যে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কী কারণে ইসি আত্মহত্যা করেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/এস আহমেদ