হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে একই রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, বড়গাঁও গ্রামের দুলাই মিয়ার ছেলে যুবায়েল মিয়া (২৫) ও তার স্ত্রী লিমা বেগম (২০)। পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছে। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি।
রবিবার সকাল ৯টায় তাদের লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া সঠিক করে কিছু বলা যাচ্ছে না।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবায়েল মিয়া ও তার স্ত্রী লিমা বেগম প্রতিদিনের ন্যায় সোমবার রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রবিবার সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের মৃত দেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন তারা। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। পরে নবীগঞ্জ গোপলার বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ওসি আব্দুল বাতেন বলেন, 'পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। কিন্তু কী কারণে তারা আত্মহত্যা করেছেন এটা কেউ বলতে পারেননি। তাই তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।'
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/এস আহমেদ