বগুড়ায় র্যাবের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী হাতকাটা শামীম গ্রেফতার হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের হাকিরমোড় স্নিগ্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছে থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, তরবারিসহ ড্যাগার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শামীম ওই এলাকার মৃত আমিন শেখের ছেলে।
র্যাব সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে হত্যা, সন্ত্রাসসহ একাধিক মামলার আসামি হাতকাটা শামীমকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৫/ রশিদা