চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় মুজাহিদ ও সাকা চৌধুরীর গায়েবানা জানাজার দায়ে দু'জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, হাজীগঞ্জ আল-কাউছার ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক গোলাম ফারুক ইয়াহিয়া (৪৩) ও বলিয়া গ্রামের জামায়াত কর্মী জাকির হোসেন (৬৬)।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, রবিবার ভোর সাড়ে ৬ টায় পুলিশি টহল অবস্থায় হাজীগঞ্জ পৌরসভার পশ্চিম মকিমাবাদে অবস্থিত আল-কাউসার স্কুল ও ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গনে সাকা-মুজাহিদের গায়েবানা জানাজা আদায় করেন অভিযুক্তরা। সেখান থেকে তাদের আটক করা হয়। গায়েবানা জানাজা নামাজে অংশ নেওয়া আরও কয়েকজন জামায়াত কর্মী পালিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম দু'জনকে ছয় মাসের কারাদন্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিনা অনুমতিতে গায়েবানা জানাজা ও সমাবেশ করার অপরাধে তাদের এই কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/এস আহমেদ