টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে নিজ দলের নেতাকর্মীরা গণধোলাই দিয়েছেন। এসময় অবৈধভাবে ইউনিয়ন পকেট কমিটি করায় জেলা বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খানকে অবাঞ্জিত ঘোষণা করা হয়েছে।
বাসাইল উপজেলার ৬নং কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মো. রমজান মিয়া লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলকে তৃণমূল পর্যায়ের সকল যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে দল পুণর্গঠনের নির্দেশ প্রদান করেছেন। সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা বিএনপি'র সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান তার ব্যক্তিগত জাসদ থেকে আসা ব্যক্তিদের অর্থের বিনিময়ে ঢাকায় বসে পকেট কমিটি ঘোষণা করেন। এতে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি'র সকল পর্যায়ের নেতাকর্মীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জের ধরে আহমেদ আযখ খানের ওই পকেট কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে গণধোলাই দেন নেতা-কর্মীরা। একইসঙ্গে আহমেদ আযম খানকে অবাঞ্চিত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/এস আহমেদ