অবৈধ রায়ের মাধ্যমে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। আজ রবিবার সাকার মরদেহ দাফন শেষে গহিরায় তাঁদের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবৈধ রায়ের মাধ্যমে একজন বেকসুর মানুষকে হত্যা করা হয়েছে। একদিন না একদিন এই হত্যার বিচার হবেই।
এ সময় সাকা চৌধুরীর ছোট ভাই জামাল উদ্দিন কাদের উপস্থিত ছিলেন। সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে দাফন শেষ হওয়ার পর ১১টার দিকে এই সংবাদ সম্মেলন করা হয়।
সাকা চৌধুরী প্রাণভিক্ষার আবেদন করেননি উল্লেখ করে হুম্মাম কাদের বলেন, আমরা যখন শেষ দেখা করতে গেলাম তখন আমার বাবা বলেছেন, ''৬ ফুট ২ ইঞ্চির তোমার বাবা কারও কাছে মাথানত করতে পারে না।''
এ বিষয়ে সাকার ভাই জামাল উদ্দিন কাদের চৌধুরী বলেন, ''প্রাণভিক্ষার বিষয়ে তিনি (সাকা) বলেন, আমি মার্সি (ক্ষমা) চাই। তবে তা রাব্বুল আলআমিনের কাছে, কোনো বান্দার কাছে নয়।''
হুম্মাম বলেন, ''দেশে অনেক গুম-খুন হচ্ছে। অনেকে আপনজনের লাশও খুঁজে পাচ্ছে না। সেই দিক থেকে আমরা ভাগ্যবান। আমরা আমাদের বাবাকে সম্মানের সঙ্গে দাফন করতে পেরেছি।''
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/এস আহমেদ