বাগেরহাটের মোড়েলগঞ্জে শনিবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফিরোজ মৃধাকে (৩৪) আটক করেছে।
আটক ফিরোজ মোড়েলগঞ্জ উপজেলার দক্ষিণ সুতালড়ী গ্রামের খলিল মৃধার ছেলে।
মোড়েলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে উপজেলার বারুইখারী এলাকা থেকে গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামী ফিরোজ মৃধাকে আটক করা হয়। সে ২০১৩ সালের একটি চুরি মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন