বগুড়ার সারিয়াকান্দিতে গলায় জলপাইয়ের আঁটি আটকে ফরহান সিহাব সাদিক নামের ৮ মাসের শিশু মারা গেছে।
আজ রবিবার দুপুর আড়াইটায় নিহত সাদিক উপজেলার কতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামে ফরিদুজ্জামান নূলু মিয়ার পুত্র।
বগুড়ার সারিায়কান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজীউল হক গাজী জানান, দেবডাঙ্গা গ্রামের ফরিদুজ্জামান নূলু মিয়ার শিশু পুত্র বাড়ীর আঙ্গিনায় খেলার করার সময় সবার অজান্তে জলপাইয়ের আঁটি মুখে দিলে সেটি গলায় আটকে যায়। এরপর দ্রুত সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন