নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নানার বাড়ি থেকে লিপি নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিশ্বাস পাড়ার মৃত আরফান আলীর বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটি গৌরীপুর উপজেলার হাফেজপুর গ্রামের হক মিয়ার কন্যা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে লিপি গৌরীপুর থেকে পূর্বধলার বিশ্বাস পাড়া নানার বাড়িতে বেড়াতে যায়। রবিবার রাতে কোন এক ঘটনাকে কেন্দ্র করে নানার বাড়ির লোকজন লিপিকে গালমন্দ ও তিরস্কার করেন। সকালে বাড়ির লোকজন দেখতে পান শিশুটির গলায় ওড়না পেঁচানো লাশ ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে। থানায় সংবাদ দেয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পূর্বধলা থানার ওসি আব্দুর রহমান জানান, শিশুটি অভিমান করে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে এই আত্মহত্যার কোন ক্লু পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৫/মাহবুব