হবিগঞ্জ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ২টায় শহরের মুসলিম কোয়ার্টার এলাকার নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, বিস্ফোরক ও নাশকতার একটি মামলায় সৈয়দ মুশফিক আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে বিএনপি’র লাগাতার আন্দোলনের সময় হবিগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে তিনটি মামলা রয়েছে আসামি সৈয়দ মুশফিক আহমেদ। এর মধ্যে দু'টি মামলায় তিনি জামিনে রয়েছেন।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ