কক্সবাজারের টেকনাফ সীমান্তের হ্নীলা বাস স্টেশনস্থ একটি রাখাইন সোনার দোকানির কাছ থেকে ৫০ ভরি স্বর্ণালংকার ছিনতাই হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ওই দোকানি। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নাটমুরাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ার রাখাইন বাসিন্দা মংটিলা রাখাইন (৪৫) হ্নীলা বাস স্টেশনের সোনার দোকানটি বন্ধ করে সন্ধ্যায় ঘরে ফিরছিলেন। নিরাপত্তাজনিত কারণে প্রতিদিনকার মত একটি থলিতে ভরে গতকালও দোকানের সোনা ও নগদ টাকা নিয়ে মোটর বাইকে সঙ্গী নুর হোসেনসহ (৪০) বাড়ি ফিরছিলেন। স্টেশনের অদুরে হ্নীলা নাটমুরাপাড়া নামক স্থানে মোটর বাইক নিয়ে তারা পৌঁছামাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫/৬ জনের ছিনতাইকারী তাদের লক্ষ্যে করে গুলিবর্ষণ করে।
এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ