নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য জহুরা বেগম (৩৫)। মানুষ ও সমাজের কল্যাণে যার কাজ করার কথা সে-ই নাকি গাঁজার চাষ করে! এ অপরাধে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১১টার দিকে জোনাইল স্কুল পাড়াস্থ  নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় পুলিশ বাড়ির পাশে পানের বরজের মধ্যে চাষ করা ৫ কেজি ওজনের অর্ধ শতাধিক গাঁজার গাছ উদ্ধার করে।  
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য জহুরা বেগমের বাড়ির পাশে পানের বরজে অভিযান চালিয়ে চাষকৃত গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়  এবং তাকে গ্রেফতার  করা হয়। জহুরা বেগম জোনাইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ আসনের নারী সদস্য ও জোনাইল গ্রামের জরীপ প্রামাণিকের স্ত্রী। তাকে আজ মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।    
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ