নেত্রকোনার কলমাকান্দায় আকতার আলী (৩০) নামের এক যুবককে হত্যার দায়ে একই পরিবারের ৫ ভাই-বোনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রধান আসামিসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদলতের বিচারক মো. আব্দুল হামিদ মামলার দীর্ঘ ১৭ বছর পর এ রায় ঘোষণা করেন। আসামিদের প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা সকলেই নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের সন্তান। তারা হলেন-পলাতক তাহমিনা, তার ভাই পলাতক দুলাল, পলাতক হায়দার, চাঁনমিয়া এবং রায়হান।
আদালত সূত্র জানায়, উপজেলার পাঁচগাও গ্রামের আকতার আলীর সাথে আব্দুস সালামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১৯৯৮ সনের ২৫ নভেম্বর নাটোর থেকে ভাড়াটে ৫ জন সন্ত্রাসী কর্তৃক ধারালো অস্ত্র ও গুলির আঘাতে খুন হন আকতার আলী। ওই দিনই নিহতের ছোট বোন অরুণা খাতুন বাদী হয়ে পাঁচগাও গ্রামের আব্দুস সালামকে প্রদান আসমি করে ১৮ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
১৯৯৯ সনের ১২ এপ্রিল পুলিশ আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করলে ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৫/মাহবুব