সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী পিস্তল-ম্যাগজিন এবং ১৭ রাউন্ড গুলিসহ সুরুজ খান (২৭) নামে এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার ভোররাত ৪টার দিকে উপজেলার ছয়আনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক সুরুজ খান ছয় আনিপাড়ার শহিদ খানের ছেলে। সে উপজেলার একজন কুখ্যাত সন্ত্রাসী বলেও জানায় র্যাব।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ হাসিবুল আলম জানান, আটক সুরুজ খান দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ভাড়ায় হত্যা, চাঁদাবাজি, গুম এবং অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লীডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল, জিডি(পি), ক্যাপ্টেন মোশারফ হোসেনের নেতৃত্বে ছয়আনি এলাকায় অভিযান চালিয়ে সুরুজকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন