পাবনায় সদর উপজেলার দোগাছিতে অজ্ঞাত পরিচয় (১৮) এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বত্তরা। নিহতের শরীরে কালো জ্যাকেট, সাদা শার্ট ও লুঙ্গি পরা ছিল।
মঙ্গলবার সকাল ৮টার দিকে মুনিবপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুন্সি আবু কুদ্দুস জানান, সকালে উপজেলার দোগাছি ইউনিয়নের মুনিবপুর গ্রামের দক্ষিণ রাঘবপুর পুর্ব পাড়া ইব্রাহিম হোসেনের মেহগনি গাছের বাগানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে।
পূর্ব শত্রুতার জেরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে যায় সন্ত্রাসীরা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৫/মাহবুব