চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির কর্মীসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপির দুইজন এবং জামায়াতের একজন কর্মী রয়েছেন।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ ১১ জনকে, শিবগঞ্জ থানা পুলিশ ১০ জনকে, গোমস্তাপুর থানা পুলিশ ৫ জনকে এবং ভোলাহাট থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।
এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত এবং ১২ জন নিয়মিত বিভিন্ন মামলার আসামী। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৫/মাহবুব