কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজার নিহত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাইতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমূল গ্রামের ফজলুল হকের ছেলে আজাদুর রহমান(৪৫)।
ময়নামতি হাইওয়ে থানার এসআই আলী আশরাফ জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে সুপারভাইজার নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন