দিনাজপুরের হিলি সীমান্তে দুই কেজি গান পাউডারসহ তৌকির হোসেন (২২) ও মো. আব্দুস সামাদ (২৮) নামে দুই যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দিবাগত রাতে হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত তৌকির হোসেন ও আব্দুস সামাদ জেলার হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের বাছের আলীর পুত্র।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আল মামুন শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তের মধ্য বাসুদেবপুর এলাকা থেকে অভিযান চালিয়ে দুই কেজি গান পাউডারসহ ওই দু'জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৫/মাহবুব