মেহেরপুরে নাশকতাকারী সন্দেহে বিএনপি ও জামায়াতে ইসলামির ৯ কর্মীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর পুলিশের একাধিক টিম জেলার মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এদের মধ্যে সদর উপজেলা থেকে ২ বিএনপি কর্মীকে এবং মুজিবনগর থেকে ৪ জামায়াত ও ৩ বিএনপি কর্মীকে আটক করা হয়। এ সময় বিভিন্ন মামলার আদালতের পরোয়ানাভুক্ত ২২ আসামিকেও আটক করা হয়। এদের মধ্যে জিআর মামলার ১২ জন, সিআর মামলার ৭ জন ও নিয়মিত মামলার ৩ জন আসামি রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে সদর থানার ওসি আহসান হাবীব, গাংনী থানার ওসি আকরাম হোসেন ও মুজিবনগর থানার ওসি কামাল হোসেন এসব অভিযানে নেতৃত্ব দেন।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৫/মাহবুব