নাটোরে ঢাকাগামী একটি নৈশকোচে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বনবেলঘড়িয়া বাইপাস মোড় থেকে তাদের আটক করা হয়।
নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওই পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের দুই যাত্রীর কাছে দুইটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়ায় তাদের আটক করা হয়।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৫/মাহবুব