বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন হাসান (২৪) নামে এক যুবকের মৃৃত্যু হয়েছে। মৃত রবিন ধুনট উপজেলার ফরিদপুর গ্রামের মতিয়ার রহমানের পুত্র।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর খেয়াঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা।
বগুড়ার ধুনট উপজেরার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজাউদ্দৌলা জানান, রবিন বিকেলে বাড়ির পাশের বাঙ্গালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে নদী থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা।
বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন