দিনাজপুরের পার্বতীপুর থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে পার্বতীপুরের মধ্যপাড়া চাচেয়া শালবাগান থেকে মাসুদ পারভেজ ওরফে মিন্টু’র (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
দুপুরে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মিন্টু রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মানিক পাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র।
জানা যায়, মিন্টু দিনাজপুরের নবাগঞ্জ উপজেলা ডিগ্রী কলেজ সংলগ্ন আফজাল সুপার মাকের্টে প্রিন্স টেইলার্সের মালিক। সে দীর্ঘ ২৫ বছর ধরে নবাবগঞ্জে বসবাস করছেন।
মধ্যপাড়া পুলিশ ফাড়ি’র তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মোখছেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন